স্পেনে পবিত্র কোরআনের বাণী প্রচারে বাংলাদেশীদের উদ্যোগ

1948

স্পেনে মুসলমানদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধির ফলে সেখানে নির্মিত হচ্ছে অধিক হারে মসজিদ-মাদরাসা। সরকার থেকেও পাওয়া যাচ্ছে সুযোগ-সুবিধা আর নিরাপত্তা।

বর্তমানে স্পেনের সাড়ে চার কোটি জনসংখ্যার ৪.৫ ভাগ মুসলিম। ২০২৭ সালে স্পেনে মুসলিম জনসংখ্যা ৭ লাখে দাঁড়াবে; যা হবে জনসংখ্যার প্রায় ১৪ ভাগ।

দেশটির রাষ্ট্রীয় স্প্যানিশ ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির।

আর তার এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে ইসলামিক কালচারাল সেন্টার, মাদ্রিদ ও বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটি।

পবিত্র কোরআনের প্রকৃত বাণী অমুসলিম স্প্যানিশদের কাছে পৌঁছে দিতে এবং স্প্যানিশ ভাষায় বোঝার সুবিধার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। আল কোরআন একাডেমী লন্ডনের মাধ্যমে স্প্যানিশ ভাষায় কোরআনের অনুবাদটি করা হবে।

আল কোরআন একাডেমী দীর্ঘদিন ধরে লন্ডনসহ বিভিন্ন দেশে পবিত্র কোরআন বিতরণের কাজ করে যাচ্ছে। বাংলা, ইংরেজি, উর্দু এবং অন্যান্য ভাষায় তরজমাসহ এ কোরআন বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করা হচ্ছে।

সোমবার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলে এক আলোচনাসভা, নৈশভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় দৈনন্দিন জীবনে কোরআনের গুরুত্ব তুলে ধরে মূল বক্তব্য দেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের খতিব শায়েখ হাসান বিন মোহাম্মদ উল্লাহ।

আল হুদা জামে মসজিদের খতিব মোহাম্মদ নুরুলের সঞ্চালনায়, সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আজিজুল হক খালেক,

কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, মানবাধিকার সংগঠন ভালিয়েন্ত বাংলার সভাপতি মো. ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে খোরশেদ আলম মজুমদার বলেন, ইসলাম ধর্মকে সঠিকভাবে চেনা ও কোরআন সম্পর্কে যথার্থ জ্ঞানার্জনের ক্ষেত্রে ভিনদেশিদের ভাষা আমাদের ভাষা বিশাল এক প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। আমরা তা দূর করার চেষ্টা করছি মাত্র।

সভায় বক্তারা স্প্যানিশ ভাষায় পবিত্র কোরআনের অনুবাদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতার কথা জানান।

অনুষ্ঠানে লেখক, কবি, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নৈশভোজ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

যে গাছে মানুষ হাত দিলেই হাসে!

গাছের পাতায় হাত দিলে গুটিয়ে যায় এমন গাছের নাম লজ্জাবতী যা আমরা সকলেই জানি। তবে স্পর্শ করলে যে গাছ হাসতে পারে, সেটা অনেকেরই অজানা। অবাক লাগলেও এটাই সত্য। গাছের কান্ড ও শাখায় স্পর্শ করলে হেসে উঠছে ওই গাছ!‌

গাছটির আসল নাম ‘‌রেন্ডিয়া ডক্ট্রোমাম।’‌ তিনশ থেকে এক হাজার তিনশ মিটার উচ্চতার মধ্যেই গাছগুলি থাকে। তবে গাছ দু’টি মানুষের মতো আচরণ করার বিষয়টি যথেষ্ট র’হ’স্য’জ’ন’ক।

ভারতের উত্তরাখণ্ডের কালাধুঙ্গি জঙ্গলে রয়েছে বিরল প্রজাতির গাছটি। গাছটিতে হাত দিলেই তা এমনভাবে নড়তে শুরু করে যে, মনে হবে গাছটি যেন হাসছে।

জানা গেছে, কালাডুঙ্গি জঙ্গলে এরকম দুটি গাছ রয়েছে। রামনগরের কারি জঙ্গলে এরকম আরেকটি গাছ রয়েছে। গত পাঁচ বছর ধরে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ওই দু’টি গাছ। গাইডদের সঙ্গে নিয়ে পর্যটকরা ওই গাছ দেখতে যান। স্পর্শও করেন অনেকেই।

সে কারণে গাছ দু’টিকে নিয়ে পরীক্ষা শুরু হয়েছে। কেন মানুষের স্পর্শ পেলেই গাছগুলো নড়তে শুরু করে তার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন বিজ্ঞানীরা।