জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষ, দুজনেই নিহত

2320

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই দুই চাচাতো ভাইয়ের বিরোধ চলে আসছিল।

গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে দুই পক্ষের সংঘর্ষে দুজনেই নিহত হয়েছেন।

চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ছয়জন।

নিহত দুজন হলেন-বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)।

আজিজুরের বাবা দেদার হোসেন ও আকরামের বাবা জেকের হোসেন ছিলেন আপন দুই ভাই। আজিজুর ও আকরামের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছিল।

স্থানীয়ভাবে কয়েক দফা বসেও এর মীমাংসা হয়নি বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অ’স্ত্র’শ’স্ত্র নিয়ে সং’ঘ’র্ষ শুরু হয়।

সং’ঘ’র্ষে দুই পক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সং’ঘ’র্ষে’র সময় ধারালো অ”স্ত্র ও লাঠির আ’ঘা’তে দুই পক্ষের অন্তত আটজন আহত হন।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন। 

পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, সং’ঘ’র্ষে মারা যাওয়া দুজনের মরদেহ হাসপাতালে আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ম’র্গে পাঠাবে। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

এ ব্যাপারে থানায় হ’ত্যা মামলা হবে। সং’ঘ’র্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।