
চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে চোর চক্রের হোতা মা ও দুই মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার নগরীর বাকলিয়া থানাধীন চান্দাপুকুর মোস্তফা আবাসিক এলাকা থেকে চোরাই মালামালসহ আটক করা হয় । এ তথ্য নিশ্চিত করেছেন পাহাড়তুলি থানার এসআই মনির হোসেন।





















তিনি জানান, গত বছরের ২৫ ডিসেম্বর পাহাড়তলী থানাধীন বেলতলী আবাসিকের রহিম মিয়ার ৪র্থ তলার বাসা হতে রেলওয়ের কর্মচারী আমির হোসাইনের ল্যাপটপ, এলইডি টিভি স্বর্ণালংকর চুরি হয়।
এ ঘটনায় নগদ প্রায় ৪ লাখ চল্লিশ হাজার টাকা উল্লেখ করে অজ্ঞাত আসামী করে অভিযোগ দেন ভুক্তভোগী পাহাড়তলী থানায়।






























পরে তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন সিসি ক্যামেরা পর্যালোচনা করে তাসলিমা বেগম ও তাসনুর বেগম দুই বোনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শেষে মূল হোতা মা রিনা বেগমকে আটক করে।






























পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, মা মেয়ে চোর চক্রটি দীর্ঘদিন নগরীতে চুরি করে আসছিল।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।আসামিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানা যায়।